রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

ইসলামে অগ্রাধিকার নির্ধারণের প্রকৃত ধারণা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
একটা স্বভাবানুকূল দ্বিনের ক্ষেত্রে কর্মসম্পাদনে অগ্রাধিকার প্রদান কৌশল নির্ধারণ অতীব জরুরি একটা বিষয়। ইসলামের ওপর চলতে একজন মুমিন ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে বহুকৌণিক কর্মের সম্মুখীন হয়ে পড়ে। একদিকে চিন্তা করলে একটা বিষয় করতে হয়, আরেক দিক চিন্তা করলে অন্য কোনো একটিকে প্রাধান্য দেওয়ার বিষয়টি সম্মুখে চলে আসে। তখন সে কোনটিকে প্রাধান্য দেবে তা নিয়ে কিংকর্তব্য হয়ে যায়।মিজাজে শরিয়তের আলোকে এ সময় অগ্রাধিকার নির্ণয় করতে হয়।কিছু কিছু অগ্রাধিকার আছে একেবারে পরিষ্কার। যেমন—হালাল ও হারামের ক্ষেত্রে হালালকে অগ্রাধিকার দিতে হবে নিঃসন্দেহে; কিন্তু একটা মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়ে পড়ে এ সময় শরিয়ত তাকে জান বাঁচানোর অগ্রাধিকার দেয়। হারাম গ্রহণ করে হলেও জান বাঁচাতে হবে।ওই ক্ষেত্রে হালালের চিন্তার স্থলে জান বাঁচানো বড় হয়ে দেখা দেয়। এ সময় তাকওয়ার নামে কেউ যদি হারাম গ্রহণ না করে জান দিয়ে দেয়, মারা যায়, তবে তা শরিয়তের আলোকে তাকওয়া নয়।

ফরজ-অফরজের ক্ষেত্রে ফরজকে অগ্রাধিকার দিতে হবে সুনিশ্চয়। সালাম দেওয়া ফরজ নয়, জবাব দেওয়া ওয়াজিব-কর্তব্য; কিন্তু পুণ্যের দিক থেকে সালাম দেওয়া ওয়াজিব না হওয়া সত্ত্বেও অগ্রাধিকার রাখে। 

এটা ছিল অগ্রাধিকার নির্ধারণ। এখানে নামাজ ছেড়ে দেওয়াই তাকওয়ার চাহিদা।
এমনিভাবে আমরা চিন্তা করতে পারি, একটা লোক নামাজে দাঁড়িয়েছে। কাছেই একটা শিশু পানিতে ডুবে যাচ্ছে। এমন সময় তাকওয়া কী? নামাজের মহব্বতে শিশুটিকে মরতে দেওয়া? না, ইসলামে বলে, এ সময় নামাজ ছেড়ে দেওয়া কর্তব্য। শিশুটিকে বাঁচানো অগ্রাধিকার দিতে হবে। 

রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জনৈক সাহাবি জিহাদের অনুমতি চাইলেন। নবী (সা.) জিজ্ঞেস করলেন, তোমার পিতা-মাতা আছে কি? সাহাবি বলেন, হ্যাঁ। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, যাও, তাদের খিদমতে গিয়ে জিহাদ করো।

প্রখ্যাত আল্লাহর ওলি, সুফি সাধক বিশরে হাফীর কাছে তার জনৈক ভক্ত নফল হজ করার অনুমতি চাইল। তিনি বললেন, এই টাকা আল্লাহর রাস্তায় দরিদ্রদের সেবায় ব্যয় করে দাও। তাতে সওয়াব বেশি হবে। এর নাম হলো অগ্রাধিকার।

ইসলামে অনেক ক্ষেত্রে গুরুত্ব হিসেবে, অনেক ক্ষেত্রে স্থান-কাল-পাত্র হিসেবে, অনেক ক্ষেত্রে সহজতর বিষয়টি গ্রহণ—এই মূলনীতি হিসেবে অগ্রাধিকারের বিষয়টি বিবেচ্য হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102