সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

সিসিইউতে খালেদা জিয়া, সুস্থতা কামনায় সারা দেশে দোয়া আজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় আজ বাদ জুমা সারা দেশে দোয়া ও মোনাজাত করা হবে।শায়রুল কবির খান গতকাল বিকেলে বলেন, ‘ (বৃহস্পতিবার) দুপুর ১টায় আমি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম।সেখানে চেয়ারপারসনের (খালেদা জিয়া) ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ভাইয়ের সঙ্গে কথা বলেছি।’ তিনি জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধায়নে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা চলছে।খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।
গত রাত ৮টার দিকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ম্যাডামের স্বাস্থ্যের বিষয়ে অধিক সতর্কতার অংশ হিসেবে সিসিইউতে নেওয়া হয়েছে।এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী মসজিদে-মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়।খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আথ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102