বিশ্বব্যাপী প্রতিবছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান শুরু হয়। এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে এ ক্যাম্পেইন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বিরিশিরি ওয়াইডব্লিউসিএ এর আয়োজনে এ ক্যাম্পেইন পালিত হয়।
”সবার মাঝে ঐক্য গড়ি – নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়াইডব্লিউসিএ বিভিন্ন কর্মসুচীর অংশ হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী-নির্যাতন প্রচারাভিযান, লিফলেট বিতরণ সহ কমিউনিটি পর্যায়ে কিশোর-কিশোরীদের সমন্বয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় ভ্যান ক্যাম্পেইন শুরু করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই ক্যাম্পেইন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ক্যাম্পেইন শেষে বক্তব্য রাখেন, ওয়াইডব্লিউসিএ এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, প্রগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা, অর্গানাইর ডেনি কসবিয়া দিও, যুব সদস্য প্রকৃতি মান্দা, মেনোলীকা থিগীদি, তানজিয়া নাসরিন মীম প্রমুখ।
বক্তার বলেন, নানা প্রেক্ষাপটে দিন দিনই বাড়ছে নারীর প্রতি নির্যাতনের মাত্রা। পরিবার, সমাজসহ কোনো স্থরেই রেহাই পাচ্ছেন না তারা। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।
১৯৬০ সালের ২৫ নভেম্বর লাতিন আমেরিকার দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সংগত আন্দোলন করার জন্য প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল এই তিন বোনকে হত্যা করা হয়। তারই স্মরণে দিবসটির উদ্ভব।
১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করে আসছে।