সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

ফের ভারত সফর স্থগিত করলেন নেতানিয়াহু

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
২০১৮ সালে ভারত সফরকালে আহমেদাবাদে গান্ধী আশ্রম পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রীকে ঘুড়ি উড়িয়ে দেখাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি : রয়টার্সইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি বছরের শেষ দিকে নির্ধারিত তার ভারত সফর আবারও স্থগিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য এ সফর হওয়ার কথা ছিল। এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।আই২৪নিউজের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে সফরটি বিলম্বিত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এতে আরো বলা হয়, ‘নেতানিয়াহু ২০১৮ সালে সর্বশেষ ভারত সফর করেছিলেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের জন্য আবারও ভারতে যাওয়ার কথা ছিল, এখন নিরাপত্তা মূল্যায়ন সাপেক্ষে আগামী বছর নতুন তারিখ নির্ধারণের চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।’এর আগে জানানো হয়েছিল, নেতানিয়াহু বছরের শেষের আগেই ভারত সফর করার পরিকল্পনা করেছিলেন।এ বছর এটি তৃতীয়বার ইসরায়েলি নেতা ভারতের পরিকল্পিত সফর বাতিল করলেন।এর আগে ৯ সেপ্টেম্বর নেতানিয়াহু ইসরায়েলে ১৭ সেপ্টেম্বরের নজিরবিহীন পুনর্নির্বাচনকে কেন্দ্র করে সময়সূচিগত জটিলতার কথা উল্লেখ করে ভারতের এক দিনের সফর বাতিল করেন।এর আগেও তিনি একইভাবে এপ্রিলের নির্বাচনের আগে সফর বাতিল করেছিলেন।ইসরায়েলে ব্যাপকভাবে মনে করা হচ্ছিল, নেতানিয়াহুর এ সফর বিশ্বব্যাপী তার গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টার অংশ। জুলাই মাসে নেতানিয়াহুর রাজনৈতিক দল ব্যানার টাঙায়, যেখানে ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ছবি ব্যবহার করা হয়—এতে তাকে ‘ভিন্ন স্তরের’ এক নেতা হিসেবে উপস্থাপন করে সমর্থন টানার চেষ্টা করা হয়।তার নির্বাচনী প্রচারণায় বিশ্বনেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরা হয়েছে এবং তাকে ইসরায়েলি রাজনীতিতে তুলনাহীন মর্যাদার নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে—যা দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।নেতানিয়াহু ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেন, আর মোদি ২০১৭ সালে তেল আবিব সফর করেন—ইসরায়েল সফর করা তিনিই প্রথম ভারতীয় নেতা।
 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102