বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।তিনি জানান, ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি তুলনামূলক কম শ্রম ব্যয় ও উৎপাদন খরচের কারণে বাংলাদেশ ফরাসি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য।