এই মন্তব্য দুই দেশের বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে এসেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ মাসে বলেছিলেন, গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য চীনা হামলা টোকিওর সামরিক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘জাপানের দক্ষিণপন্থী শক্তিগুলো… জাপান ও পুরো অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’







