উত্তরা ৬ নম্বর সেক্টরে বিএনপি নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবুর ব্যক্তিগত কার্যালয়ে দক্ষিনখাণ থানায় অবস্থিত খানপাড়া দারুল ইসলাম এতিমখানা মাদরাসার ৩০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাগর আহমেদ বাবু বলেন, তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। তিনি দেশের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীদের বিষয়েও ভাবেন। দলের নির্দেশনার অংশ হিসেবে আমরা মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। সবাই আমাদের নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।
এ সময় তিনি ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার সুযোগ প্রাপ্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
মানবসেবামূলক এ ধরনের আয়োজনকে এলাকাবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সামাজিক কল্যাণমূলক এসব কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।