নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র-জনতা : গোলাম পরওয়ার
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, আগামী নির্বাচনে জাতি তাদের ‘লাল কার্ড’ দেখাবে। কারণ জনগণের মনোভাব এখন পরিবর্তনের পক্ষে-একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই দেশের মানুষের প্রধান চাওয়া।”আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের ওপর নির্যাতন এবং জনজীবনের অবনতির মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করেছে।যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের আমলে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন, টাকা পাচার- এসবের দায় কে নেবে?’তিনি দাবি করেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও বাজার–ঘাট, হাটবাজার ও মাঠদখলসহ নানা অনিয়ম অব্যাহত রয়েছে। তবে জামায়াত এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে তিনি উল্লেখ করেন।জনগণ এখন পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, ‘উই নিড চেঞ্জ- এই পরিবর্তন আনতে পারবে জামায়াত। দুর্নীতিবাজদের বিদায় করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সময় এসেছে।বক্তব্যে তিনি জামায়াত আমির ড. শফিকুর রহমানের সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সমাবেশে দেওয়া বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘ক্ষমতায় গেলে জামায়াতের নির্বাচিত এমপি-মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবেন না। অন্যান্য দল এই প্রতিশ্রুতি দিতে পারবেন না। আমরা উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করবো এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলব।’তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘ভয় পাবেন না।নৌকা, ধানের শীষ, লাঙল-সব প্রতীকে যেমন ভোট দেওয়ার অধিকার আছে, তেমনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়াও আপনার সাংবিধানিক অধিকার। ভয় দেখিয়ে কোনো ভোটাধিকার দমন করা যাবে না।’প্রবাসী শ্রমিকদের প্রশাসনিক হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, ‘পাসপোর্ট ও রেজিস্ট্রেশন–সংক্রান্ত জটিলতা দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া সমাধান সম্ভব নয়। ক্ষমতায় গেলে প্রবাসীদের ভোটাধিকারসহ প্রশাসনিক সমস্যাগুলোর সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।’জেলা প্রশাসন, পুলিশ, ডিসি, এসপি, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দিনের ভোট রাতে হলে তার পরিণতি দেশ দেখেছে।কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে দায় এড়াতে পারবেন না। প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে।’আগামী তফসিল ঘোষণার আগে প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিতে হবে। কষ্ট করে আদায় করা জনগণের ভোট কাউকে ছিনিয়ে নিতে দেওয়া হবে না।’অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘একটি দলের অন্তর্কলহে দুই শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। যে দল নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশকে সুরক্ষা দিতে পারবে না। আগামীর বিপ্লব হবে ইনসাফের বিপ্লব।’ তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আহমদ আতাউল্লাহ সালমান।সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হুসাইন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষ প্রতিনিধিসহ এলাকার হাজারো শিক্ষার্থী গণজমায়েতে উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..