রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নবগঠিত ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ।
রাতে (১৮ নভেম্বর) এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব (দপ্তর বিষয়ক সম্পাদক) আবদুল্লাহ আল মনসুর স্বাক্ষরিত এক বিবৃতিতে শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে—রাজনৈতিক মতপার্থক্যের কারণে হত্যার মতো সহিংসতা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত অশুভ সংকেত।
বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে নেতারা। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে পলাতক ফ্যাসিস্ট বা চরমপন্থী কোনো শক্তি জড়িত আছে কি না—তা খতিয়ে দেখার দাবি জানানো হয়।
এনসিপির পক্ষ থেকে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়—সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির অনুরোধও জানিয়েছে নেতৃবৃন্দ। বিবৃতিতে প্রয়াত যুবদল নেতা গোলাম কিবরিয়ার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।