গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় গরুহাটা দক্ষিণ আরিচপুর রেলওয়ে জামে মসজিদের উত্তর পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পাটের ও প্লাস্টিকের বস্তার গুদাম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর আগেই গুদামগুলোতে থাকা পাটের বস্তা, প্লাস্টিকের মালামালসহ সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শিখা এত দ্রুত ছড়ায় যে কেউ ভেতরের মালামাল বের করার সুযোগ পাননি।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম যুগান্তরকে জানান, “আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট পাঠাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে।”
অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে এলাকাটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা