মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

কাতারে জাকাত প্রদানকারী কম্পানিগুলোকে বিশেষ সম্মাননা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
কাতারের ওয়াক্ফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এ বছর জাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ কাতারি কম্পানিগুলোকে সম্মানিত করেছে। সামাজিক সংহতি বৃদ্ধি ও করপোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ প্রচার এবং এ ক্ষেত্রে কীর্তিমানদের অবদানের স্বীকৃতি দিতেই সম্মাননার আয়োজন করেছে মন্ত্রণালয়ের জাকাত বিভাগ।সম্মাননা অনুষ্ঠানে জাকাতবিষয়ক বিভাগের পরিচালক মালাআল্লাহ আবদুর রহমান আল জাবের বলেন, জাকাত সমাজ গঠন এবং সম্পদ ও আত্মার পরিশুদ্ধির একটি মৌলিক স্তম্ভ। তিনি নিশ্চিত করেন যে কম্পানিগুলো বিভাগটির মাধ্যমে জাকাত পরিশোধ করলে তা অনুমোদিত শরিয়া নীতিমালা অনুযায়ী প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া হয়।আল জাবের আরো উল্লেখ করেন, জাকাত ইসলামের আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি ইসলামের প্রধান সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রণালয়ের জাকাত বিভাগ ব্যক্তি ও কম্পানিগুলোর জন্য জাকাত প্রদানে সহায়তা করতে বিভিন্ন সেবা প্রদান করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যক্তি ও যৌথ স্টক কম্পানিগুলোর জাকাত হিসাব নির্ধারণের সেবা, যা করদাতাদের শরিয়াভিত্তিক সঠিক জাকাতের পরিমাণ নির্ধারণে সহায়তা করে।তিনি বলেন, ২০২৫ সালে বিভাগটি ১৫০টিরও বেশি ব্যক্তিমালিকানাধীন ও যৌথ স্টক কম্পানির আর্থিক বিবরণী পর্যালোচনা করে তাদের জাকাতযোগ্য সম্পদ ও প্রদেয় জাকাতের পরিমাণ নির্ধারণ করেছে।এসব ফলাফল সংশ্লিষ্ট কম্পানিগুলোকে বিভাগের করপোরেট ফিল্ড-ভিজিট টিমের মাধ্যমে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানানো হয়েছে।বিভাগ জানায়, এই সম্মাননা প্রদানের উদ্দেশ্য হলো কম্পানি ও ব্যক্তিদের জাকাত আদায়ে উৎসাহিত করা। জাকাত প্রদানকারী কম্পানিগুলোর প্রকাশ্য স্বীকৃতি অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং সমাজে দান, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মূল্যবোধকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠান শেষে আল জাবের জাকাত প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন, জাকাতের মিশন ও সমাজসেবায় তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102