রবিবার, ৩০ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফায়েল যুদ্ধবিমান পাবে ইউক্রেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
মারাত্মক রুশ আক্রমণ থেকে কিয়েভের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধির জন্য ইউক্রেনের সঙ্গে ফ্রান্সের একটি বড় চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির অধীনে ১০০টি রাফায়েল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষাব্যবস্থা পাবে ইউক্রেন। প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।পরিকল্পনা অনুযায়ী, রাফায়েল এফ-৪ যুদ্ধবিমান ২০৩৫ সালের মধ্যে ইউক্রেনকে দেওয়া হবে আর ইন্টারসেপ্টর ড্রোনের যৌথ উৎপাদন এ বছর থেকেই শুরু হচ্ছে।চুক্তির আর্থিক দিক এখনো নির্ধারিত হয়নি। তবে সংবাদমাধ্যম বলছে, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তহবিল ব্যবহার করার এবং রাশিয়ার হিমায়িত সম্পদ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করতে পারে—যা খুবই বিতর্কিত এবং ইইউ-এর ২৭ সদস্য দেশের মধ্যে মতভেদ তৈরি করেছে।জেলেনস্কি সোমবার ম্যাখোঁর সঙ্গে একটি যৌথ ব্রিফিংয়ে বলেন, ‘এটি একটি কৌশলগত চুক্তি, যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর ধরে চলবে।’ তিনি আরো বলেন, ‘ইউক্রেন খুব শক্তিশালী ফরাসি রাডার, আটটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্রও পাবে।রাশিয়া সাম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। জ্বালানি ও রেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করেছে। কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা হামলাগুলো যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে।এসব হামলায় কয়েক ডজন বেসামরিক লোক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,  রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর বালাক্লিয়াতে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।এদিকে জেলেনস্কির সঙ্গে কথা বলতে গিয়ে ম্যাখোঁ বলেন, ‘১০০টি রাফায়েল বিশাল সংখ্যা, ইউক্রেনীয় সেনাবাহিনীর পুনর্জন্মের জন্য এটিই প্রয়োজন।’ ফরাসি রাষ্ট্রপতি আরো জানান, তিনি ইউক্রেনকে পরবর্তী যা কিছু ঘটবে তার জন্য প্রস্তুত করতে সাহায্য করতে চেয়েছিলেন।ইউক্রেনের আকাশ রক্ষার জন্য এই রাফালে যুদ্ধবিমানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ দেশটি তার সীমান্তবর্তী শহর এবং শহরগুলোতে দূরপাল্লার বিমান হামলা প্রতিরোধে প্রায় অক্ষম। ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশ্লেষক সের্হি কুজান বিবিসিকে বলেন, ‘রাশিয়ানরা প্রতি মাসে ৬ হাজার গ্লাইড বোমা ব্যবহার করছে। তাই ২০০ কিলোমিটার পাল্লার আকাশে নিক্ষেপযোগ্য সিস্টেম থাকা গুরুত্বপূর্ণ হবে, কারণ রাশিয়ানদের নিজস্ব ২৩০ কিলোমিটার পাল্লার সিস্টেম রয়েছে।’পশ্চিমা দেশগুলো যে সামরিক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, তা তখনই কার্যকর হবে যখন এর সঙ্গে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সরবরাহ এবং সহায়তাও মিলবে। জার্মান লিওপার্ড-২ ট্যাংক হোক বা মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানসহ সব কিছুর জন্য দীর্ঘ প্রশিক্ষণ, বড় সহায়তাকারী দল এবং প্রচুর খুচরা যন্ত্রাংশ দরকার।রাফায়েল যুদ্ধবিমানের ক্ষেত্রে আরেকটি সমস্যা হলো—এর খরচ কে দেবে? ধারণা করা হচ্ছে, ফ্রান্স নিজের বাজেট থেকে কিয়েভকে সহায়তা করার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ ঋণ তহবিল থেকেও অর্থ নিতে চাইছে।কিন্তু ব্রাসেলসে ইইউ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করছেন—টাকা কমে আসছে। ইইউ আগামী দুই বছর ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে সহায়তা দিতে রাজি হয়েছে, তবে জব্দ করা রাশিয়ার ১৪০ বিলিয়ন ইউরোর সম্পদ ব্যবহার করা হবে কি না, এ নিয়ে এখনো মতভেদ রয়েছে। আন্তর্জাতিক আইনে এসব সম্পদ ব্যবহার এখন অবৈধ, আর কিছু দেশ উদ্বিগ্ন যে যুদ্ধ শেষে রাশিয়াকে কি ফেরত দিতে হবে।ইউক্রেন ইতিমধ্যেই ফ্রান্সের মিরাজ এবং যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে। কিয়েভ সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান পাওয়ার ব্যাপারেও সাময়িকভাবে সম্মতি দিয়েছে। ফ্রান্স সফরের পর জেলেনস্কি স্পেনে গিয়ে আরো সামরিক ও সাধারণ সহায়তা চাইবেন। গত সপ্তাহান্তে তিনি গ্রিসের সঙ্গে একটি গ্যাস চুক্তি করেছেন। এর ফলে, যুক্তরাষ্ট্রের তরল গ্যাস এই শীত থেকে বলকান অঞ্চলের মধ্য দিয়ে পাইপলাইনে করে ইউক্রেনে পৌঁছাতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালান। এখন মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে এবং রুশ সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যদিও উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102