শেখ হাসিনার রায় ঘিরে সাভারে পুলিশের তল্লাশি
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিচারের রায় ঘিরে রাজধানীর প্রবেশমুখ সাভারে আমিন বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমিনবাজার এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। তবে সড়কে গণপরিবহণের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। গণপরিবহণ কম থাকায় অফিসমুখী যাত্রীদের কেউ কেউ ভোগান্তিতে পড়েছেন।সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিন বাজার এলাকায় এ তল্লাশি চালানো হয়।পুলিশ জানায়, রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা করতে না পারে। সেজন্য পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারে পুলিশের তল্লাশি করা হচ্ছে। সেখানে বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ কোনো ব্যক্তিকে সন্দেহ হলেও তল্লাশি করছে পুলিশ।আমিনবাজার এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা–আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও গণপরিবহণ থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। অনেককে তাদের গন্তব্য ও কোথা থেকে এসেছেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দুপুর পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।চেকপোস্টে দায়িত্বে থাকা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সাল আলম বলেন, গতকাল থেকেই চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে।কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে। সাভারের আমিন বাজারে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। এ ছাড়া মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করছে এবং নাশকতারোধে পুলিশের অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..