মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। দুর্ঘটনাস্থলে এখনো অনুসন্ধান অভিযান চলছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে।ভূমিধসে ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে মানুষ চাপা পড়ে যাওয়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা বেশ চ্যালেঞ্জিং ছিল।অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, সিলাকাপ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।এদিকে সোমবার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে গত শনিবার ভূমিধসের পর পৃথকভাবে দুইজন মারা গেছেন এবং ২৭ জন নিখোঁজ রয়েছেন। ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা।আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির বর্ষা মৌসুম সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। এবারের বৃষ্টিপাতে বন্যার উচ্চঝুঁকি বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102