শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

পাওনা টাকা তুলতে এসে প্রাণ হারালেন ব্যবসায়ী, ড্রামে মিলল ২৬ টুকরো মরদেহ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
পাওনা টাকা তোলার জন্য ঢাকায় এসে নৃশংসভাবে খুনের শিকার হন আশরাফুল হক (৪৩)। তিনি কাঁচামাল ব্যাবসায়ী ছিলেন। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর নয়াপাড়, গোপালপুর গ্রামের মো. আব্দুর রশিদ ও এছরা বেগমের ছেলে। নিহতের ভগ্নিপতি মো. জাকির জানান, তার শ্যালক আশরাফুল হক কাঁচা মালের ব্যবসা করতেন।তিনি ট্রাকবোঝাই করে মালামাল ঢাকায় বিভিন্ন বাজারে সাপ্লাই দিয়ে থাকেন। তারা সংবাদ শুনে এসে মরদেহের ছবি দেখে সনাক্ত করেন।তিনি বলেন, ‘আশরাফুল পাওনা টাকা পয়সা তোলার জন্য তাদের এলাকার প্রতিবেশী জরেজ নামে আরেকজনের সঙ্গে গত মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকায় এসেছিল। তার সঙ্গে সর্বশেষ যখন পরিবারের লোকজনের কথা হয় তখন তিনি নারায়ণগঞ্জে ছিল।তাকে এক যায়গায় বসিয়ে রেখেছিল টাকা দেবে বলে। তার সঙ্গে থাকা জরেজ যায় পাওনাদারদের কাছে। এরপর থেকে তার মোবাইল ফোন ছিল বন্ধ। তাকে আর মোবাইলে পাচ্ছিলাম না।জরেজের সঙ্গে একবার কথা হয়। পরে আর তাকেও পাচ্ছি না। তার মোবাইলও বন্ধ পাই।’তিনি বলেন, ‘আমরা ঢাকায় থাকি। জরেজ কাদের কাছে টাকা-পয়সা পেত, কোথায় গিয়েছিল, কিভাবে কি হয়েছে তা জানি না।তবে সে কাদের সঙ্গে ব্যবসা করত, তাদের আমরা চিনি না। তার স্ত্রী লাকি বেগম, তাদের আব্দুল্লাহ (৭) ও আসফি (১০) দুই সন্তান রয়েছে। তারা বাড়িতে পরিবারে সাথে থাকেন। তাদের সংবাদ দেওয়া হয়েছে।’শাহবাগ থানার এসআই মজিবুল আলম জানান, শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহর পাশে পানির পাম্পের কাছে রাস্তার ফুটপাতে, দুটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে খণ্ডিত ২৬ টুকরা মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।এর আগে সিআইডি ক্রাইম সিন ইউনিট তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার এনআইডি’র পরিচয় পান। আজ শুক্রবার (১৪ নভেম্বর) তার ময়নাতদন্ত হওয়ার কথা বয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102