শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

চড়া সবজির দাম, অস্বস্তিতে ক্রেতারা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
শীতের আমেজ শুরু হলেও সবজির দামে স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজির দাম ৮০ টাকার ঘরে।কোনোটি আবার সেঞ্চুরি হাঁকিয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল আজ সেই পটল কেজিতে বেড়েছে ২০ টাকা। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুলপ্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।ব্যবসায়ীরা বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক ঢাকায় কম এসেছে। ফলে এর প্রভাব পড়েছে সবজির বাজারে।  ক্রেতারা বলছেন, শীত শুরু হলে সবজির দাম কমতে শুরু করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।নানা অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। গত সপ্তাহে যে সবজি তারা ৫০ বা ৬০ টাকায় কিনেছেন, আজ সেই সবজির দাম ২০ টাকা বেড়েছে। হারুন অর রশীদ নামে এক ক্রেতা বলেন, শীত মৌসুমের শুরুতে সাধারণত সবজির দাম হাতের নাগালে থাকে। কিন্তু চলতি বছর পরিস্থিতি একেবারেই ভিন্ন। দামে কোনো কমতির লক্ষণ নেই।আয়-ব্যয়ের হিসাব মেলানো দিনদিন কঠিন হয়ে পড়ছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102