বোয়িংয়ের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের ফেডারেল আদালত বোয়িং কম্পানিকে ২০১৯ সালে ইথিওপিয়ায় ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত জাতিসংঘের এক কর্মীর পরিবারকে ২৮ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায়ই ৩৪২ কোটি টাকা। গত বুধবার (১২ নভেম্বর) আদালত এই নির্দেশনা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স ।প্রতিবেদন অনুযায়ী, নিহত শিখা গার্গের পরিবারের পক্ষে এই রায়, ইথিওপিয়ায় ২০১৯ সালের এবং ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের দুটি ভয়াবহ দুর্ঘটনার পর দায়ের করা ডজন খানেক মামলার মধ্যে প্রথম রায়।দুটি দুর্ঘটনায় মোট ৩৪৬ জন প্রাণ হারান।বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী, গার্গের পরিবার মোট ৩৫.৮৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে, যার মধ্যে মূল রায়ের অর্থের সঙ্গে ২৬ শতাংশ সুদ অন্তর্ভুক্ত থাকবে। বোয়িং এ রায়ের বিরুদ্ধে আপিল করবে না বলে জানিয়েছে পরিবারের আইনজীবীরা।বোয়িংয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, দুটি দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।আমরা বেশিরভাগ দাবি নিষ্পত্তি করেছি, তবে পরিবারগুলো চাইলে আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ চাইতে পারেন। আমরা তাদের সেই অধিকারকে শ্রদ্ধা জানাই।পরিবারের আইনজীবী শানিন স্পেকটার ও এলিজাবেথ ক্রফোর্ড এক বিবৃতিতে জানান, এই রায় বোয়িংয়ের অবহেলাজনিত কর্মকাণ্ডের দায়ভার নিশ্চিত করেছে।আইনজীবীদের তথ্যমতে, শিখা গার্গের বয়স ছিল ৩২ বছর।তিনি ২০১৯ সালের ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২-এ ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবি যাচ্ছিলেন। উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় বিমানটি।মামলায় অভিযোগ করা হয়, বোয়িংয়ের তৈরি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের নকশায় ত্রুটি ছিল এবং কোম্পানি যাত্রী ও জনসাধারণকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হয়।ইথিওপিয়ান ফ্লাইটটি দুর্ঘটনার পাঁচ মাস আগে ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একই মডেলের উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়েছিল। তদন্তে জানা যায়, উভয় দুর্ঘটনাতেই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার (অটোপাইলট) ত্রুটি প্রধান ভূমিকা রেখেছিল।রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, বোয়িং এখন পর্যন্ত এ দুই দুর্ঘটনাসংক্রান্ত ৯০ শতাংশেরও বেশি দেওয়ানি মামলা নিষ্পত্তি করেছে এবং কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে।এছাড়া চলতি মাসের ৫ নভেম্বর বোয়িং ইথিওপিয়ান ফ্লাইট দুর্ঘটনায় নিহত তিন যাত্রীর পরিবারের দায়ের করা মামলা নিষ্পত্তি করেছে। তবে ওই নিষ্পত্তির আর্থিক অংক প্রকাশ করা হয়নি।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..