ফেনীতে রেললাইন ও সড়ক অবরোধের নাশকতা প্রতিহত
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ফেনীতে রাতের আঁধারে রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের প্রকৌশল বিভাগের নজরে আসার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। একই সময়ে ফতেহপুর বিক্ষোভ ও পরশুরামের আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আলোকদিয়ার মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে রেলওয়ের টহলদল লাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পেয়ে তাৎক্ষণিক সরিয়ে দেয়। ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে।একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের সামনের অংশ আংশিক পুড়ে গেছে, তবে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয়রা আগুন দেখে দ্রুত তা নিভিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মজিদ জানান, আগুন নিভানো হয়েছে, তবে এটি নাশকতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।ফেনী মডেল থানার ওসি শামছুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..