বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

ছাত্রছাত্রীদের চাপ কমাতে চীনের স্কুলে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
চীনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর একাডেমিক চাপ হ্রাস, স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহারে সীমাবদ্ধতা এবং প্রতিদিন ন্যূনতম দুই ঘণ্টা শারীরিক অনুশীলন নিশ্চিত করা।শিক্ষা মন্ত্রণালয় গত মাসে ঘোষিত এই নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণিকক্ষে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময় স্ক্রিন-মুক্ত রাখা হবে, যাতে তারা ইন্টারনেটের অতিরিক্ত নির্ভরতা থেকে দূরে থাকতে পারে।মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের স্কুল কার্যক্রমে হোমওয়ার্কের পরিমাণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিদিন অন্তত দুই ঘণ্টা শারীরিক কার্যক্রমের ব্যবস্থা করতে হবে।এ ছাড়া শিক্ষার্থীদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে বিদ্যালয়গুলোকে প্রবেশ ও ছুটির সময়সূচি যৌক্তিকভাবে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মধ্যাহ্ন বিরতিতে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ রাখার কথাও বলা হয়েছে।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘুম ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। অতিরিক্ত পড়াশোনার মতো নিয়ম লঙ্ঘন বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের অতিরিক্ত একাডেমিক চাপ থেকে রক্ষা করতে হবে।এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রিক চাপ ও উদ্বেগ কমানো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীনের স্কুলগুলোতে ভারী হোমওয়ার্কের চাপের কারণে শিক্ষার্থীদের ঘুম কমে যাচ্ছে এবং উদ্বেগ ও বিষণ্নতা বাড়ছে। এ ছাড়া, গত অক্টোবরে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষকদের কর্মচাপও কমানো হবে। তাদের বিদ্যালয়ের বাইরের দায়িত্ব সীমিত করা হবে এবং ছুটির দিন ও সাপ্তাহিক ছুটিতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।উল্লেখ্য, ২০২১ সালে চীন একটি শিক্ষা আইন পাস করে, যার মাধ্যমে হোমওয়ার্কের চাপ কমানো এবং স্কুল পরবর্তী টিউশন নিষিদ্ধ করা হয়। তবে, এই আইন কার্যকর হওয়ার পরও অনেক অভিভাবক এখনো সন্তানদের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় কোচিং বা টিউটরিং সেবার আশ্রয় নিচ্ছেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102