শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেতন বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পিএম গার্মেন্টসের শ্রমিকরা। আজ রবিবার (৯ নভেম্বর) সকালে চৌধুরীবাড়ি এলাকায় গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।শ্রমিকদের অভিযোগ, সহকর্মী মাসুম মিয়ার পাঁচ দিনের বেতন কর্তন এবং এ মাসের বেতনও বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।ঘটনার সূত্রপাত হয় গত মাসে। পিএম নিটেক্স গার্মেন্টসে কর্মরত মাসুম মিয়া ব্যক্তিগতভাবে বাইরে থেকে একটি জামা নিয়ে আসেন সেটি ছোট করার জন্য। কাজ শেষে গার্মেন্টস থেকে বের হওয়ার সময় ইন্সপেকশনে গেঞ্জিটি ধরা পড়ে। এরপর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের পর পাঁচ দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত দেয়।কিন্তু চলতি মাসেও তার বেতন বন্ধ রাখা হয় বলে সহকর্মীরা অভিযোগ করেন।এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সকালে গার্মেন্টসের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগামীকাল সোমবার (১০ নভেম্বর) ডিসি অফিসে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বৈঠক হবে।স্থানীয়দের মতে, এ ধরনের ছোট ঘটনা থেকে বড় সংঘাত তৈরি হয়। এজন্য এলাকাবাসীকে নিরাপত্তা ঝুঁকিতে থাকতে হয় সবসময়।শ্রমিক-মালিক উভয়পক্ষেরই শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102