বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

চীনের এজেন্ট হিসেবে কাজ করা পুলিশ সদস্যকে ক্ষমা ট্রাম্পের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
চীনের পক্ষে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সাবেক সদস্য মাইকেল ম্যাকম্যাহনকে ক্ষমা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাকম্যাহন এনওয়াইপিডিতে সার্জেন্ট হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে তিনি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে যুক্ত হন। তার বিরুদ্ধে ২০২৩ সালের জুনে ফেডারেল আদালতে দুই সপ্তাহ বিচার চলে।রায়ে জুরি তাকে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত করেন। তবে ষড়যন্ত্রের একটি অভিযোগ থেকে তিনি খালাস পান।মার্কিন প্রসিকিউটরদের মতে, চীনের উহান শহরের সাবেক কর্মকর্তা ও ভিন্নমতাবলম্বী জু জিন এবং তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে দেশে ফেরাতে চীনের এক গোপন অভিযানে অংশ নিয়েছিলেন ম্যাকম্যাহন।চলতি বছরের এপ্রিলে আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড দেন।যদিও প্রসিকিউশন পক্ষ তার সাত বছরের সাজা চেয়েছিল।ম্যাকম্যাহনের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়েছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী মার্থা বায়ার্ন। রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার ও পিট সেশনসও এতে যুক্ত ছিলেন। তাদের আবেদন বিবেচনায় নিয়ে শুক্রবার ট্রাম্প তার সাজা মওকুফ করেন।ম্যাকম্যাহনকে ট্রাম্পের ক্ষমা করার খবরটি প্রথম প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস।স্বামীর মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্থা বায়ার্ন লিখেছেন, তারা শুধু ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা শেষ করতে চান না।কংগ্রেসম্যান মাইক ললার বলেন, ৯/১১ হামলার সময় যিনি প্রথম সারিতে থেকে মানুষের প্রাণ রক্ষা করেছেন, তাকে এভাবে বিচারের মুখোমুখি করা উচিত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102