বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে গোমতি কিংসের শিরোপা জয়

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নিকুঞ্জ রানার্স-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নিকুঞ্জ রানার্স ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ-২০২৫’-এর ফাইনাল খেলা। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে গোমতি কিংস ট্রাইবেকারে ৫-৩ গোলে সীমান্ত টাইগার’স-কে পরাজিত করে শিরোপা লাভ করেছে। পরে প্রীতিভোজ ও প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজনটি।

এর আগে সকাল ৯টায় শুরু হওয়া নির্ধারিত সময়ের খেলা শেষে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে রোমাঞ্চকর লড়াই শেষে গোমতি কিংস ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন ও মনজুর হোসেন, এবং প্রভাতী মেলার সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি দেবোনিয়ার গ্রুপের জিএম মোঃ আলমগীর হোসেন।

নিকুঞ্জ রানার্স-এর পরিচালক এ এম আইয়ুব জানান, “নিকুঞ্জ রানার্স দেশের একটি স্বনামধন্য রানিং ক্লাব। দৌড়ের পাশাপাশি আমরা ফুটবল ও ক্রিকেটের মতো খেলার আয়োজন করে থাকি। এই ধরনের আয়োজন নিজেদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, শারীরিক ফিটনেস বজায় রাখা এবং খেলার দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যেই করা হয়।”

নিকুঞ্জ রানার্সের এই সফল আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে শারীরিক সচেতনা ও মানসিক বন্ধন আরও জোরদার করবে বলে আশা করা যাচ্ছে।

আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার খালিদ হোসেন তরফদার।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102