গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
রিপোর্টারের নাম
-
আপডেট টাইম:
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
গাজীপুরের টঙ্গী এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় অবস্থিত একটি টিনশেড তুলার গুদামে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, গুদাম থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়।এরপর টঙ্গী, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা একযোগে আগুন নেভানোর কাজে অংশ নেন।গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামের ভেতরে থাকা তুলা ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..