বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে শৌখিন মুদ্রা সংগ্রাহকদের কর্মশালা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
রাজধানীর মিরপুরে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টর্স সোসাইটি (বিএনসিএস) কর্তৃক দ্বিতীয় মুদ্রা সংগ্রহ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) মিরপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৭ জন নবীন-প্রবীণ শৌখিন মুদ্রা সংগ্রাহক ও গবেষক অনলাইনে প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরাও ছিলেন।বাংলাদেশে শখের সংগ্রাহক সৃষ্টি ও পৃষ্ঠপোষকতায় সরকারি নিবন্ধিত সংগঠনটি ২০০৮ সাল থেকে সারা বছরই বিভিন্ন কার্যক্রম যেমন সংগ্রাহকদের মধ্যে মুদ্রা নিলাম, ঐতিহ্য ভ্রমণ, প্রদর্শনী পরিচালনা করে আসছে।বিশ্বের অতিজনপ্রিয় শখগুলোর মধ্যে মুদ্রা সংগ্রহ অন্যতম। এটি মানুষের চিন্তা ও মনের খোরাক জোগানোর পাশাপাশি নানা দেশের সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে বিশেষ জ্ঞানের বিকাশ ঘটায়। মুদ্রা নিয়ে মানুষের ওই আগ্রহের কথা বিবেচনা করেই মুদ্রা সংগ্রহ বিষয়ক কর্মশালাটি আয়োজন করা হয়।দিনব্যাপী কর্মশালাটি দুইটি সেশনে বিভক্ত ছিল। দিনের প্রথম ভাগে ‘মুদ্রা প্রদর্শনী কিভাবে করবেন’ সম্পর্কে বিভিন্ন পণ্যসহ আলোকপাত করেন দেশের বিশিষ্ট শৌখিন মুদ্রা সংগ্রাহক ও বিএনসিএসএ’র সভাপতি মো. রবিউল ইসলাম। আর দিনের দ্বিতীয় ভাগে ‘বাংলার সুলতানি মুদ্রায় বিচিত্র ক্যালিগ্রাফি ও পাঠপদ্ধতি’ স্লাইড শোসহ আলোকপাত করেন বাংলাদেশ ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি ও বিএনসিএসের উপদেষ্টামণ্ডলীর সদস্য গবেষক মোহাম্মদ আব্দুর রহীম।কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, র‌্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা ছিল এবং কর্মশালা শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের উপহারসামগ্রী ও সনদপত্র প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102