সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

ট্রাম্পের ভেনিজুয়েলায় হামলার ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা এমন একটি আইন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন, যা পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেনিজুয়েলায় সামরিক হামলা চালানোর আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করত।বৃহস্পতিবারের ভোটে দুইজন রিপাবলিকান সিনেটর নিজেদের দলের অবস্থান থেকে সরে এসে ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। কিন্তু তাদের সমর্থন যথেষ্ট ছিল না—ফলে প্রস্তাবটি ৫১-৪৯ ভোটে বাতিল হয়।কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ শুরু করা উচিত নয়’, ভোটের আগে বক্তৃতায় বলেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন।এই ভোটটি এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার উপকূলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। সম্প্রতি ভেনিজুয়েলা ও কলম্বিয়ার উপকূলীয় আন্তর্জাতিক জলসীমায় একাধিক নৌযানের ওপর মার্কিন সামরিক হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন।মার্কিন প্রশাসন দাবি করেছে, তারা যেসব নৌযানে হামলা চালিয়েছে, সেগুলো মাদক বহন করছিল। তবে লাতিন আমেরিকার নেতারা, কিছু কংগ্রেস সদস্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং নিহতদের পরিবারের সদস্যরা এই দাবি অস্বীকার করে বলেছেন, এসব হামলা ছিল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড।তাদের মতে, নিহতদের অধিকাংশই ছিলেন সাধারণ জেলে।এখন আশঙ্কা বাড়ছে যে ট্রাম্প দক্ষিণ আমেরিকায় সামরিক শক্তি মোতায়েন করতে পারেন, যার মধ্যে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা, একটি পারমাণবিক সাবমেরিন এবং ইউএস নেভির সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ একঝাঁক যুদ্ধজাহাজ। এগুলো ব্যবহার করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের জন্য ভেনিজুয়েলায় হামলা চালাতে পারেন ট্রাম্প।ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তুলেছে, আর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি ভেনিজুয়েলার ভূখণ্ডে সামরিক হামলা চালাতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102