শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

পোশাক রপ্তানি কমল টানা তিন মাস

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
বাংলাদেশের পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। গত বছরে টালমাটাল অবস্থার রপ্তানির থেকেও এবার পোশাক রপ্তানি আরো কমেছে। পোশাক রপ্তানি কমায় টানা তিন মাসে কমছে দেশের সার্বিক রপ্তানিও। অর্থবছরের প্রথম মাস জুলাইতে পোশাক রপ্তানি ভালো করলেও এরপর টানা তিন মাস ধাপে ধাপে কমছে।আগস্টে পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ, সেপ্টেম্বরে আগের মাসের থেকেও বেশি কমেছে অর্থাৎ ৫ দশমিক ৬৬ শতাংশ। সর্বশেষ অক্টোবরে কমেছে ৮ দশমিক ৩৯ শতাংশ। একই সঙ্গে দেশের সার্বিক রপ্তানিও কমেছে ধারাবাহিকভাবে। অক্টোবরে দেশের রপ্তানি আয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, মার্কিন শুল্ক অরোপের কারণে পোশাক রপ্তানি কমেছে। ক্রয়ক্ষমতার একটা বিষয় আছে। আগে ১০ পিস পোশাক কিনলে এখন ৫ পিস কিনে বায়াররা। ভারত-চায়না আমাদের ইউরোপের বাজারে নজর দিয়েছে। সেখানে তারা কম দামে পোশাক অর্ডার নিচ্ছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোহাম্মদ রাশেদ বলেন, এখন কঠিন সময় পার করছেন পোশাক খাতের উদ্যোক্তারা। দেশের সার্বিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ক্রেতারা নতুন করে রপ্তানি আদেশ দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। সামনে এ সংকট আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102