এনা পরিবহনের সব বাস জব্দের দাবি নিরাপদ সড়ক আন্দোলনের
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহর মালিকানাধীন এনা পরিবহনের সব বাস জব্দের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।নিসআর সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজা বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় পরিবহন খাতে একচ্ছত্র রাজত্ব কায়েম করে এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েতুল্লাহ। সরকারের সহায়তায় তিনি পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি পদবি দখল করেন।সে সময়েই দুর্নীতি ও চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম।’তিনি আরো বলেন, ‘২০২৪ সালে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে পুনরায় এনায়েতুল্লাহর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। এরই মধ্যে এনায়েতুল্লাহ বিদেশে পালিয়ে যান এবং বিক্রি করতে থাকেন এনা পরিবহনের বাস।এদিকে, দুদকের তদন্তে বেরিয়ে আসে এনায়েতুল্লাহ’র দুর্নীতি, চাঁদাবাজি, রুট পারমিট বাণিজ্য, মানি লন্ডারিংসহ একের পর এক চাঞ্চল্যকর তথ্য।পরিবহন মালিক সমিতির ব্যানারে এনায়েতুল্লাহ সড়ক থেকে দিনে দেড় কোটি টাকার বেশি চাঁদা তুলতেন উল্লেখ করে তানজিদ বলেন, ‘পতিত স্বৈরাচারের সাহায্যে এনায়েতুল্লাহ প্রায় ১১০০ কোটি টাকার অবৈধ সম্পত্তি গড়ে তুলেছিলেন। ২০২৫ সালের ৫ মে মাসে আদালত এনা পরিবহন ও স্টার লাইন পরিবহনের ১৯০টি বাস জব্দ করার নির্দেশ প্রদান করে। পরবর্তীতে এই বাসগুলো বিআরটিসিকে বুঝিয়ে দেওয়ার জন্য আরো একটি নির্দেশ প্রদান করা হয়।আদালতের এই নির্দেশের পর প্রায় ছয় মাস পার হয়ে গেলেও আদালতের রায় কার্যকর করার কোনো পদক্ষেপ দেখা যায়নি দুদকের পক্ষ থেকে।’তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, বিপুল পরিমাণ অর্থ ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দুদককে এ বিষয়ে নিষ্ক্রিয় করে রেখেছে স্বয়ং এনায়েতুল্লাহ। অভ্যুত্থানের পর প্রথম দিকে অন্য দলের রাজনৈতিক নেতাদের সামনে রেখে নিজের সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন তিনি। বর্তমানে তার মালিকানাধীন ১০০টির বেশি বাস বিভিন্ন রুটে চলাচল করছে। রাষ্ট্র আগামী দুই কার্যদিবসের মধ্যে এই বাসগুলো জব্দ করে বিআরটিসিকে বুঝিয়ে না দেয়, তবে এই আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা পিছপা হবো না।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..