বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন তালুকদার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হয়েছেন মো. মান্নান তালুকদার (মাহিন)।
আজ (মঙ্গলবার) রাতে এনসিপি কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নির্দেশক্রমে সমন্বয়কারী সদস্য হিসেবে মো. মান্নান তালুকদারকে (মাহিন) যুক্ত করা হলো।
এদিকে, ঢাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হওয়ায় মো. মান্নান তালুকদারকে অভিনন্দন জানিয়েছে বৃহত্তর উত্তরার জুলাই আন্দোলনের নেতাকর্মীরা।
‘সমন্বয়কারী সদস্য’ হিসেবে যুক্ত হওয়ায় রাতে মান্নান তালুকদার মাহিন প্রতিবেদককে বলেন, ঢাকা মহানগর উত্তরে জাতীয় নাগরিক পার্টিকে সাংগঠনিকভবে শক্তিশালী করতে কাজ করে যাব। জুলাইয়ের চেতনা ধারণ ও চব্বিশের স্পিরিটকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করাই আমার লক্ষ্য।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সক্রিয় ভূমিকা রাখেন মো. মান্নান তালুকদার (মাহিন)। উত্তরাসহ আশপাশের বিভিন্ন থানায় জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম বেগবানে অবদান রাখছেন তরুণ এই নেতা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102