বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

মার্চে সংসদ নির্বাচনের জন্য নেপালে ১২৫ রাজনৈতিক দলের নিবন্ধন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
নেপালে সেপ্টেম্বরে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হওয়ার পর অনুষ্ঠিত হতে চলা প্রথম সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১২৫টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে বলে বুধবার জানিয়েছে নির্বাচন কমিশন।এদের মধ্যে অনেক প্রতিষ্ঠিত দল রয়েছে, তবে ২০২৬ সালের মার্চ মাসের এই ভোটে আসন দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী কিছু দল যুবকদের দ্বারা গঠিত হয়েছে, যারা এই বছর দেশ কাঁপিয়ে দেওয়া দুর্নীতিবিরোধী প্রতিবাদ শুরু করতে সাহায্য করেছিল।কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টারাই এএফপিকে বলেছেন, ‘আমরা এই বিশ্বাস নিয়ে কাজ করছি যে, সব রাজনৈতিক দল এবং নাগরিক নির্বাচনের মাধ্যমে দেশে নতুন নেতৃত্ব আনতে আগ্রহী।’যদিও নিবন্ধন প্রক্রিয়া আরো দুই সপ্তাহ খোলা থাকবে।নতুন দল ও যুব গোষ্ঠীর সঙ্গে যুক্ত দলগুলোর সঠিক সংখ্যাসহ চূড়ান্ত তালিকাটি ১৮ নভেম্বরের সময়সীমা শেষ হওয়ার পরে প্রকাশ করা হবে।এর আগে সেপ্টেম্বরে দুই দিনের সহিংস অস্থিরতায় কমপক্ষে ৭৩ জন নিহত হয় এবং সংসদ, আদালত ও সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।এর পরিণতিতে, হিমালয়ের দেশটি পরিচালনার জন্য ৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়।নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি জনগণের গভীর অবিশ্বাস একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।তবে ভট্টারাই জোর দিয়ে বলেছেন, কমিশন শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং ভয়মুক্ত পরিবেশে নির্বাচন পরিচালনা করতে দৃঢ়প্রতিজ্ঞ।কার্কি গত ২৯ অক্টোবর প্রতিবাদ পরবর্তী সময়ে রাজনৈতিক দল এবং যুব প্রতিনিধিদের মধ্যে প্রথম আলোচনাসভা অনুষ্ঠিত করেন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির দলসহ সব প্রধান রাজনৈতিক দল উপস্থিত ছিল।এই অস্থিরতা নেপালের ইতিমধ্যেই ভঙ্গুর অর্থনীতিকে আরো দুর্বল করেছে। বিশ্বব্যাংক অক্টোবরে সতর্ক করেছিল, ‘উচ্চ রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে প্রবৃদ্ধি কমে ২.১ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102