বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে–হেলাল তালুকদার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নার্গিস আক্তার স্মৃতিঃ রাজধানী দক্ষিণখান থানার ৫০ নং ওয়ার্ড আজিমপুর বারেক মার্কেট ফ্যাশন ফ্লাশ গার্মেন্টস সংলগ্ন এলাকায় রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে পৌঁছে দেওয়া ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখানা থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার, প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, এবং সভাপতিত্ব করেন দক্ষিণখানা থানা বিএনপির বীর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিন্নত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আব্দুস সালাম, হাজী মোঃ শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার ও আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটন।

এসময় বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এই দফাগুলোই বাংলাদেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।”

এছাড়াও প্রধান অতিথি বক্তব্যে বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গড়ে তোলা হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। হ্যাঁ-না ভোটের নামে নির্বাচনী প্রহসন বাংলার মানুষ আর মেনে নেবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে মাঠে নামতে হবে।”

বক্তারা একযোগে ৩১ দফা প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। তাছাড়া এই বৈঠকটি উৎসবমুখর পরিবেশ ও জনসমুদ্রে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102