শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেই সেলিম তিন দিনের রিমান্ডে

ইমাম হাসান
  • আপডেট টাইম: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের মিছিলে অর্থের যোগান দেওয়ার অভিযোগে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক মামুন সেলিমের সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তিন দিন অনুমোদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ এপ্রিল সকাল ৭টার দিকে গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের সামনে সেলিম প্রধানসহ ৩০–৩৫ জন একত্রিত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আর্থিক সহায়তা ও নির্দেশনা দিয়ে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দেশবিরোধী স্লোগান দেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যায়। এরপর পুলিশ বাদী হয়ে মামলা করে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর ভোরে রাজধানীর বারিধারার একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে সাড়ে ৬ কেজি সিসা, সাতটি সিসা স্ট্যান্ড ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানের ভেতর থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও মদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সেলিম প্রধানই বাংলাদেশে অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা এবং বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। দুদকের মামলায় তিনি চার বছরের কারাদণ্ডও ভোগ করেছেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102