সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

অনেকে চায় আমি তৃতীয় মেয়াদে আবার প্রার্থী হই : ট্রাম্প

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে নাকচ করেছেন। তবে বলেছেন, অনেক মানুষ চায় আমি আবার প্রার্থী হই। রবিবার সম্প্রচারিত সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।সঞ্চালক নোরা ও’ডনেল যখন তাকে জিজ্ঞেস করেন, তিনি কি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে চান, ট্রাম্প জবাব দেন, ‘আমি এটা নিয়ে একদমই ভাবি না।আমি শুধু বলব, অনেক মানুষ চায় আমি আবার প্রার্থী হই।’নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করে ট্রাম্পকে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি দুজনকেই পছন্দ করি। আমি অনেককেই পছন্দ করি। আমাদের কাছে এক অসাধারণ টিম আছে।আমরা এমনকি দুজনকে একসঙ্গে প্রার্থী হিসেবে দাঁড় করাতে পারি। আমাদের খুব শক্তিশালী টিম রয়েছে। তাই আমি এখনই নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। এটা এখনো অনেক আগের বিষয়।মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102