বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে অন্তত ছয়জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে বলে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে।খবরে বলা হয়, নাবলুস শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে। এ ছাড়া রামাল্লাহর উত্তর-পশ্চিমে অবস্থিত দেইর ঘাসানা ও বেইত রিমা এলাকায়ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চলমান যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই।এ ছাড়া গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল তার মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ৭৫ শতাংশ ত্রাণ আটকে রাখার অভিযোগ উঠেছে।আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর ও দক্ষিণ গাজাজুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই বর্বর আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102