শু
পোস্টে তিনি লিখেছেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করছি। তিনি কোনো ভুল বলেননি।
শু
পোস্টে তিনি লিখেছেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করছি। তিনি কোনো ভুল বলেননি।
শিবিরের সমালোচনা করে তিনি লেখেন, ‘পরিচিত সংগ্রামী ছেলেটি, হাসিনার বিরুদ্ধে লড়াকু ছেলেটি, একদমই অপরিচিত অজানা ছেলেটির কাছে হেরে যাবে, এটা বিরাজনীতিকরণ, বিপ্লবে নিরুৎসাহিতকরণ। ছাত্র শিবিরের এই ওয়েলফেয়ার পলিটিক্স বহু ত্যাগী ও জেল-জুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হওয়া ছেলেদের হতাশ করেছে।অবশ্যই এই অর্থের পলিটিক্স বন্ধ হতে হবে। নতুবা ভবিষ্যৎ কোন বিপ্লবী ও সংগ্রামী তৈরি হবে না।’