বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

নিকুঞ্জে ‘দখলমুক্ত সড়ক’ ঘোষণা এলাকাবাসীর

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
নিকুঞ্জে দখলমুক্ত সড়ক

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি সড়ককে ‘দখলমুক্ত সড়ক’ ঘোষণা করেছে এলাকাবাসী। স্থানীয়দের নিত্যদিনের চলাচলে অন্যতম প্রধান সড়ক টানপাড়ার ‘জামতলা রোডটি’কে দখলমুক্ত ঘোষণা করা হয়।

আজ (বৃহস্পতিবার) সকালে ওই সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে এলাকাবাসী। এতে সড়কটিতে যানজট ও ভোগান্তি কমে এসেছে।

স্থানীয়রা বাসিন্দারা জানায়, ভাসমান হকার ও দখলদারদের অবৈধ দখলদারিত্বের কারণে দীর্ঘদিন ধরেই সড়কটিতে চলাচলে বেশ অসুবিধা হতো। সকালে এলাকাবাসী ও টানপাড়া কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দের উদ্যোগে রাস্তার দুপাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নিকুঞ্জ-২ টানপাড়া এলাকার বাসিন্দা ইসরাফিল মজুমদার উত্তরা নিউজকে জানায়, কিছু হকার ও দখলবাজদের কারণে ওই রাস্তায় চলাচলে আমাদের খুব অসুবিধা হতো। তারা রাস্তার ওপর দোকান-ভ্যান বসিয়ে রাখতো। এতে জায়গায় জায়গায় যানজট লেগে থাকত। উচ্ছেদের ফলে এখন শৃঙ্খলা ফিরবে বলে আশা রাখি।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক বাসিন্দা জানান, এলাকার কিছু বখাটে এসব দোকানপাট থেকে চাঁদা তুলে হকারদের প্রশ্রয় দিয়েছিল। এবার এলাকার বাসিন্দারাই এসব কর্মমকাণ্ড প্রতিহত করেছে। এখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে।

এ বিষয়ে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল উত্তরা নিউজকে বলেন, ওই সড়কে যানজট ও মানুষজনের চলাচলে যে অসুবিধা তা দেখে আমরা চুপ থাকতে পারি না। এলাকাবাসী একত্রিত হয়ে সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। ভবিষ্যতে যেন রাস্তা দখল করে কেউ দোকান বসাতে না পারে সে ব্যাপারে আমরা প্রশাসনকেও অবহিত করব

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102