বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

উত্তরায় ‘জুলাই গ্রাফিতি পেইন্টিং’ প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন শুরু

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
মীর মুগ্ধ মঞ্চ

রাজধানীর উত্তরায় জুলাই শহিদদের স্মরণে দিনব্যাপী ‘জুলাই গ্রাফিতি ও পেইন্টিং’ প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আগামী ১লা নভেম্বর উত্তরার ৩ নম্বর সেক্টরে অবস্থিত শহিদ মুগ্ধ মঞ্চে উক্ত গ্রাফিতি ও পেইন্টিং কর্মসূচি পালন করা হবে। এতে রাজধানীর উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক শহিদ মুগ্ধ মঞ্চ কমিটি।

দুপুরে উত্তরা নিউজকে এ তথ্য নিশ্চিত করে শহিদ মুগ্ধ মঞ্চ কমিটির সদস্য শিবলী হাওলাদার জানান, আয়োজনের উদ্দেশ্য হলো জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ করা এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা।

আয়োজকরা উত্তরা নিউজকে জানান, এটি কেবল একটি শিল্প প্রদর্শনী নয়—এটি একটি স্মৃতি ও চেতনার উৎসব, যেখানে রঙ ও তুলির মাধ্যমে ফুটে উঠবে স্বাধীনতা ও গণমানুষের আত্মত্যাগের গল্প।

শিবলী হাওলাদার আরো জানান, আমরা উত্তরা এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক একাডেমি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রং ও তুলি আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তবে চাইলে তারা নিজস্ব তুলি ও উপকরণ আনতে পারবেন।

প্রতিযোগিতায় সেরা গ্রাফিতি শিল্পীদের জন্য তিনটি ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আগ্রহীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা সরাসরি মুগ্ধ মঞ্চ কমিটির মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102