বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

স্ট্রোকের চিকিৎসা আছে, প্রতিরোধও করা যায়

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

স্ট্রোক এখন বিশ্বের অন্যতম ঘাতক ব্যাধি। প্রতিবছর প্রায় দেড় কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, এর মধ্যে অর্ধকোটি মারা যান এবং সমসংখ্যক মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। বিশ্বজুড়ে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এটি, যার দুই-তৃতীয়াংশ ঘটে আমাদের মতো নিম্ন ও মধ্য আয়ের দেশে। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যে স্ট্রোকের হার প্রায় ৮০ গুণ বেড়ে যেতে পারে। বাংলাদেশেও প্রতি এক হাজার জনে প্রায় ১২ জন স্ট্রোকে আক্রান্ত হন।

স্ট্রোক মূলত মস্তিষ্কের রক্তনালীর রোগ। এটি দুই ধরনের— ইসকেমিক স্ট্রোক, যেখানে রক্তনালী বন্ধ হয়ে রক্ত চলাচল ব্যাহত হয়; এবং হেমোরেজিক স্ট্রোক, যেখানে রক্তনালী ছিঁড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে।

সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, মাত্র ১০টি ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারলে ৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। এগুলো হলো: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, স্থুলতা, ধূমপান, মদ্যপান, হৃদরোগ, শারীরিক পরিশ্রমের অভাব, মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

স্ট্রোকের প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে— শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, ঝাপসা দেখা, ভারসাম্যহীনতা ও তীব্র মাথাব্যথা। উপসর্গ দেখা দেওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে রোগী হাসপাতালে এলে আইভি থ্রোম্বোলাইসিস (এল্টিপ্লেজ) দিয়ে চিকিৎসা সম্ভব। সময় বেশি হলে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি নামের আধুনিক চিকিৎসায় জমাট রক্ত সরিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের মতো স্ট্রোকও জরুরি চিকিৎসা দাবি করে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ৭০ শতাংশ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এছাড়া, যাদের রক্তনালী সরু হয়ে যায়, তাদের ক্ষেত্রে স্ট্যান্ট বসিয়ে পুনরায় স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব।

চিকিৎসকরা মনে করেন, সচেতনতা ও জীবনযাপনের পরিবর্তনই স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

লেখক: স্ট্রোক ও ইন্টারভেনশনাল নিউরোলজি বিশেষজ্ঞ,
সহকারী অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগ,
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিনস)

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102