রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো ওপেন ট্যাভি পদ্ধতিতে হার্টের ভালভ স্থাপন

উত্তরা নিউজ বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশে প্রথমবারের মতো বুক না কেটে (ওপেন হার্ট সার্জারি ছাড়াই) হৃদযন্ত্রে কৃত্রিম ভালভ স্থাপনে সফলতা অর্জন করেছে চিকিৎসকরা।

আজ (রবিবার) বিকেলে রাজধানী উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে এন্ড কার্ডিয়াক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) কার্ডিয়াক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসলাম হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হার্টের চিকিৎসায় দেশে প্রথমবারের ট্রান্সক্যাথিটার অ্যাওটিক ভাল্ব ইমপ্ল্যান্টেশন (টাভি) প্রক্রিয়ায় ৬০ বছর বয়সী এক রোগীর বুক কাটা ছাড়াই কুঁচকির ধমনীর মাধ্যমে ক্যাথেটারের সাহায্যে ভাঁজ করা কৃত্রিম ভালভ সফলভাবে বসানো হয়েছে। গত বুধবার রাত সাড়ে নয়টায় উত্তরার ১৩ নম্বর সেক্টরে অবস্থিত লুবানা জেনারেল হাসপাতালের ক্যাথল্যাবে অস্ত্রপচারটি সম্পন্ন হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আসলাম হোসেন বলেন, ওই রোগী লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় ওপেন হার্ট সার্জারি তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পরিবারের সম্মতিতে ট্রান্সক্যাথিটার অ্যাওটিক ভাল্ব ইমপ্ল্যান্টেশন (টাভি) প্রক্রিয়ায় আমরা সফলভাবে করতে পেরেছি।
সাংবাদিকদের তিনি বলেন, ট্যাভি পদ্ধতিতে হার্টের ভালভ বসানোর জন্য আমাদের দেশের রোগীরা সাধারণ দেশের বাইরে গিয়ে থাকেন। কিন্তু, হৃদরোগ চিকিৎসায় এই প্রথমবারের মতো দেশেই আমরা ট্যাভি প্রক্রিয়ায় এটি করতে পেরেছি। এটি অবশ্যই একটি আশার আলো ও মাইলফলক হয়ে থাকবে।

এ সময় তিনি আরও বলেন, ওই রোগীর প্রি-অপারেটিভ সিটি স্ক্যান ও ইকোকার্ডিওগ্রাম রিপোর্টের ভিত্তিতে তার জন্য উপযুক্ত ট্যাভি ভালভের আকার ও ধরণ নির্ধারণ করা হয় এবং সফলভাবে তা স্থাপন করা হয়। রোগী বর্তমানে সুস্থ আছেন এবং হাটাচলা করছেন।
সংবাদ সম্মেলনে এ সময় চিকিৎসক দলটির অন্যতম সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া বিভাগের চীফ কনসালট্যান্ট ডা. সঞ্চয় কুমার সাহা, লুবানা জেনারেল হাসপাতাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ জহিরুল ইসলামসহ রোগীর আত্মীয় স্বজনরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102