শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

পাবনায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু, গ্রেপ্তার ২

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। আজ শুক্রবার (২৪ অক্টেবর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আহত গাজ্জালী মুন্সীকে (৫০) সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে। তিনি হাজী গোষ্ঠী পক্ষের লোক।গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে হাজী গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।সংঘর্ষে আহত হন ২০ জন। তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গাজ্জালী মুন্সী নামের একজনকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।তার মরদেহ আজ সকালে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ফরিদপুর থানা পুলিশ।ফরিদপুর থানার ওসি শাকিউল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সংঘর্ষের ঘটনার পর রাতে উভয়পক্ষ থানায় মামলা দায়ের করেছে। মামলায় উভয়পক্ষের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- কুদরত এ খুদা (৪৫) ও ধলা, (২৫)। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102