রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের সর্বোচ্চ শাস্তি না দেওয়া হলে শহীদদের আত্মার প্রতি বড় ধরনের অবিচার হবে। তিনি বৃহস্পতিবার বেলা ১২টায় একটি উচ্চ পর্যায়ের আদালতে এই কথা বলেন।

আটর্নি জেনারেল আরো বলেন, ওই হত্যাকাণ্ড ছিল একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত পরিকল্পিত হত্যাযজ্ঞ, যা বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ছাড় দেওয়া হবে না এবং সকল আসামিকে আইনের কাঠগড়ায় আনা হবে।

জুলাই হত্যাকাণ্ডের বিচারে আসামিদের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে হত্যাসহ সন্ত্রাসবাদী কার্যকলাপ। এই মামলায় এখনও বিচার চলছে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিষ্ঠা ও সংহতিতে কাজ চলছে যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়।

অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্য দেশের রাজনৈতিক ও বিচার বিষয়ক মহলে গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এটি সরকারের পক্ষে একটি শক্তিশালী প্রতিশ্রুতি যে বিচার প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102