শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

শ্রীপুরে আল ইত্তেহাদের কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইমাম হাসান, উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় চেতনায় উদ্ভাসিত এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মনোমুগ্ধকর ইসলামিক সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আসাদুজ্জামান মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোঃ সিরাজুল হক বিএসসি, যিনি বলদীঘাট জে. এম. সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

আল ইত্তেহাদ ইসলামী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের কণ্ঠ ও প্রতিভা দিয়ে উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির আজাদ মন্ডল, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক আহমেদ আবু জাফর সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক সংগীত দল ‘ইকরা শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা ও তাদের প্রতিভার বিকাশের সুযোগ তৈরি করাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102