বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

শেখ হাসিনা-আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ টানা পাঁচ দিন যুক্তিতর্ক শেষে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাদের চরম দণ্ড (মৃত্যুদণ্ড) দাবি করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ১,৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন হত্যার দায়ে যদি একবার মৃত্যুদণ্ড হয়, তবে শেখ হাসিনাকে ১,৪০০ বার ফাঁসি দিতে হতো। আইনে তা সম্ভব নয়, তাই মানবতাবিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ দণ্ডই প্রাপ্য।”

প্রসিকিউটর আরও জানান, শেখ হাসিনা দেশত্যাগের পরও ভারত থেকে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিয়েছেন এবং বিচারপ্রার্থীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা তার “অপরাধবোধহীন ও কঠোর অপরাধী চরিত্রের” প্রমাণ।

আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তিনি বলেন, “গ্যাং অব ফোর”-এর সদস্য হিসেবে তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন। তার বাসায় বৈঠকে ড্রোন ও হেলিকপ্টার থেকে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। কামাল মাঠপর্যায়ে গিয়ে হত্যাযজ্ঞ তদারকও করেন। তাই তার বিরুদ্ধেও সর্বোচ্চ দণ্ড দাবি করা হয়েছে।

তবে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তি নির্ধারণ আদালতের ওপর ছেড়ে দিয়েছেন প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষ আদালতের কাছে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ চেয়েছে, যা অভিযুক্তদের সম্পদ থেকে আদায় করার প্রস্তাব দেওয়া হয়।

মামলায় মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে ২৮ কার্যদিবসে। ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল বিচার শুরু করে। পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মামলাটি চলছে। অভিযোগপত্রটি ৮,৭৪৭ পৃষ্ঠার, যেখানে শহীদদের তালিকাই রয়েছে ২,৭২৪ পৃষ্ঠায়।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে এখন আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হবে। এরপর ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102