সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

নতুন আমির নির্বাচন নিয়ে জামায়াতে নানা আলোচনা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর মাসে। গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের (২০২৬-২০২৮) জন্য দলের নতুন আমির নির্বাচনসহ কেন্দ্রীয় মজলিসে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

দলের গঠনতন্ত্র অনুসারে, সদস্যদের (রুকন) গোপন ভোটে আমির নির্বাচিত হন। বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শূরা তিন সদস্যের একটি প্যানেল চূড়ান্ত করেছে, তবে তা এখনো প্রকাশ করা হয়নি। ব্যালট পাঠানোর সময় রুকনদের কাছে প্যানেল প্রকাশ করা হবে। সূত্রমতে, বর্তমান আমির ডা. শফিকুর রহমানের নাম প্যানেলে রয়েছে, আর তিনিই টানা তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হতে পারেন বলে ধারণা সংশ্লিষ্টদের।

অন্য সম্ভাব্য প্যানেল সদস্যদের মধ্যে রয়েছেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম। নির্বাচনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন। দলীয় প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে ৭৯টি শাখায় ব্যালট পাঠিয়ে ভোটগ্রহণ করা হবে।

সূত্র জানায়, আমির নির্বাচনের পরপরই চার ধাপে কেন্দ্রীয় মজলিসে শূরা নির্বাচন হবে। এরপর গঠিত হবে কেন্দ্রীয় কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ। এসব নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব যাবে আগামী জানুয়ারি থেকে।

দলীয় নেতাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন, আসন সমঝোতা ও রাজনৈতিক কৌশল নির্ধারণে এ নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। মানবিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যে নেতাকর্মীদের মাঝে নতুন আশা জাগিয়েছেন। সুস্থ হয়ে ফের সক্রিয় হওয়ায় তার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

ডা. শফিক ২০১৯ সালে প্রথমবার জামায়াতের আমির নির্বাচিত হন এবং ২০২২ সালে দ্বিতীয়বার দায়িত্ব পান। ১৯৭০ দশকে ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে তিনি সিলেট থেকে উঠে এসে কেন্দ্রীয় নেতৃত্বে আসেন। বিভিন্ন সময়ে সরকারের দমন-পীড়নের মুখে থেকেও নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, আমির নির্বাচনের পর নতুন কমিটি শপথ নেবে এবং মজলিসে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ পুনর্গঠন করা হবে। এবারের নির্বাচন দলের অভ্যন্তরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102