নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিনামূল্যে মহাগ্রন্থ আল-কুরআন বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা।
আজ (শনিবার) দুপুরে উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের হাতে হাতে বিনামূল্যে বাংলা অনুবাদসহ কুরআন তুলে দেন আল কুরআন রেফ্লিকশন সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ নুরুননবী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষক তরিকুল ইসলাম, কামরুল হাসানসহ উপস্থিত অতিথিবৃন্দ। এ সময় পবিত্র কুরআন সংগ্রহ করতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
বিনামূল্যে কুরআন হাতে পেয়ে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসফিয়া রহমান হিমু জানান, কুরআন আমাদেরকে ভিন্ন ধর্মের মানুষদেরও সম্মান করতে শেখায়। যেহেতু এখানে অর্থসহ বাংলা অনুবাদ আছে তাই সংগ্রহ করলাম।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নূর হামজা পিয়াস জানায়, কুরআন শরিফ আমাদের সবারই পাঠ করা উচিত। বর্তমান সময়ে যারা কুরআনকে অবমাননার মতো ধৃষ্টতা দেখায় তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।
কুরআনের কপি হাতে পেয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৭ ব্যাচের শিক্ষার্থী সাদিয়া ইসলাম শিপু জানান, পবিত্র কুরআন শরিফ সংগ্রহ করতে পেরে অনেক ভাল লাগছে। যারা কুরআন বিতরণের এই আয়োজনটি করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা।
আয়োজনে আল কুরআন রেফ্লিকশন সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ নুরুননবী বলেন, পবিত্র কুরআন মাজিদ মানবজাতির জন্য এক কল্যাণকর গ্রন্থ। পবিত্র কুরআন ও প্রিয় নবীজি (সাঃ) কে কেউ যদি অবমাননার মতো ধৃষ্ঠতা দেখায় তবে রাষ্ট্রকে অবশ্যই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
পরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পাল ও মহানবী (সাঃ) কে অবমাননাকারী মোনসের আলীর বিচারের দাবিতে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আবু মুসা, হামজা বিন জাহাঙ্গীরসহ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।