শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা মোস্তফা জামান আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক: মোস্তফা জামান আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চাই: এম কফিল উদ্দিন আহমেদ টাইফয়েড জ্বর কীভাবে ছড়ায়? কিভাবে টিকা নিবেন? ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি টাইফয়েড জ্বর কতটা মারাত্মক? টিকা কোথায় পাবেন? সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই ১২ অক্টোবর থেকে শুরু টাইফয়েড টিকা কার্যক্রম ঢাকায় টাইফয়েড টিকা পাবে ১০ লাখ ৩৪ হাজার শিশু

শেরেবাংলা নগরে শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করলেন জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

শেরেবাংলা নগর থানাধীন ৯৯ নং ওয়ার্ডের ফার্মভিউ মার্কেটে শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের মাটি ও মানুষের নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক সফল কমিশনার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, মহানগর উত্তর বিএনপির জেষ্ঠ্য সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

মতবিনিময় সভায় শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। এসময় জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাদের ন্যায্য অধিকার ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইমুর রহমান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, শেরেবাংলা নগর থানা বিএনপি; তোফায়েল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক; আব্দুল কাদের নুটুল, যুগ্ম আহ্বায়ক; হালিম দেওয়ান, সভাপতি, ৯৯ নং ওয়ার্ড বিএনপি; আব্দুল ওয়াদুদ শামিম, সাধারণ সম্পাদক, ৯৯ নং ওয়ার্ড বিএনপি; এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন কামাল সরকার শাহীন, যুগ্ম আহ্বায়ক, শেরেবাংলা নগর থানা বিএনপি এবং সঞ্চালনায় ছিলেন মো. সোহেল খান, সদস্য, শেরেবাংলা নগর থানা বিএনপি। এছাড়াও শেরেবাংলা নগর ও ৯৯ নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে শ্রমজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ জননেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে বিএনপির আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102