বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ পর্যন্ত তাদের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে দৃঢ় থাকবে, ততই জনমনে থাকা সন্দেহ দূর হয়ে যাবে।
বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়।
তারেক রহমান বলেন, “যখন আমি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের কথা বলেছিলাম, তখন পর্যন্ত তারা নির্বাচনের বিষয়ে কোনো স্পষ্ট রোডম্যাপ দেননি। কিন্তু ড. ইউনূস যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন এবং পরবর্তীতে দৃঢ় অবস্থান নেন, তখন থেকেই অনেকের সন্দেহ স্বাভাবিকভাবেই দূর হতে শুরু করে।”
তিনি আরও বলেন, “উনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন, উনাদের বক্তব্য ও কর্মকাণ্ডে যত বেশি স্থির থাকবেন, ততই সন্দেহ আস্তে আস্তে চলে যাবে।”
অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিষয়টি রাজনৈতিক। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। সংস্কার ও একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচন আয়োজনই এখন তাদের মূল দায়িত্ব।”
দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, “তারা অনেক বিষয়ে চেষ্টা করেছেন। সবক্ষেত্রে সফল না হলেও নিজেদের সীমাবদ্ধতার মধ্যে তারা কাজ করে যাচ্ছেন।”
এক এগারোর সরকারকে “অসৎ উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তিনি বলেন, “সেই সরকার দেশের রাজনৈতিক ভিত্তি ভেঙে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল।”
কূটনীতি বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, “বিএনপির নীতি একটাই—সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব—এটিই আমাদের কূটনীতির ভিত্তি।”