প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বিজনেস সামিট
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ঢাকায় প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বিজনেস সামিটের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী এই সামিটে সৌদি আরব ও বাংলাদেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।রবিবার (৫ অক্টোবর) রাজধানীর সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফলু হক চৌধুরী, সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ ও পরিচালক উজমা চৌধুরী।সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, সামিটে দুই দেশের ব্যবসার পণ্য ও সেবার পাশাপাশি দুই দেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে উভয় দেশের ব্যবসায়ীরা সম্প্রসারণের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরবেন।তিনি বলেন, বাংলাদেশের দক্ষ-অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব।বর্তমানে ৩০ লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনশক্তি সরবরাহে প্রস্তুত—যেমন নার্স, প্যারামেডিক, ল্যাব টেকনিশিয়ান, ডাক্তার, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, খাদ্য প্রযুক্তিবিদ, হসপিটালিটি সেক্টরের পেশাজীবী, নির্মাণ ও রিয়েল এস্টেট, অর্থ ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ প্রভৃতি সম্ভাব্য সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।অন্যদিকে, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা যৌথ উদ্যোগের মাধ্যমে পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক, সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টরসহ নানা খাতে বিনিয়োগ করতে পারে।বিশেষত চট্টগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত শিল্পভূমি তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠবে।সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার সুযোগ উন্মোচিত হয়েছে। এসএবিসিসিআই গঠনের মাধ্যমে পরস্পর পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ফলে বাণিজ্য বাড়ানো সম্ভব হবে বলে জানান আশরাফুল হক চৌধুরী।জানা যায়, আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে সৌদি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাবে। রাতে তাদের সৌজন্যে ডিনার আয়োজন করেছে এসএবিসিসিআই।এরপর ৭ অক্টোবর বনানীর হোটেল শেরাটনে সকাল ১০টায় শুরু হবে বিজনেস সামিট। সামিটে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।এদিন সন্ধ্যায় ৭টায় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এসএবিসিসিআই’র উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।৮ অক্টোবর সামিটের শেষ দিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অতিথিদের সৌজন্যে লাঞ্চ আয়োজন করবেন পররাষ্ট্রসচিব। দুপুর আড়াইটায় হোটেল সোনারগাঁওয়ে এই তিন দিনের সম্ভাবনা ও প্রাপ্তি নিয়ে সমাপনী সংবাদ সম্মেলন করা হবে।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..