শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এম কফিল উদ্দিন আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখান তেঁতুলতলায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,

“আমি আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আমি যদি ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হই, তাহলে এলাকার রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ। আর মনোনয়ন না পেলেও সারাজীবন আপনাদের পাশে থাকব।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এফ ইসলাম চন্দ্র,দক্ষিণ খান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ,দক্ষিণ খান আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন,দক্ষিণ খান থানার শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুরুজ স্থানীয় বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উঠান বৈঠকটি শেষে স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102