ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সফল কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী এবং সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শাহিনবাগ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, তেজগাঁও সার্বজনীন ও তেজকুনি পাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, “বিএনপি সর্বদা সব ধর্মের মানুষের স্বাধীনতা ও সমান অধিকারে বিশ্বাস করে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত সবসময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর ছিলেন এবং আছেন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি ধর্মীয় সহাবস্থানই বাংলাদেশের শক্তি। বিএনপি কখনো সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। বরং প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি নেতারা স্থানীয় পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।