শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

দুর্গোৎসবে সমন্বিত নিরাপত্তা, নির্বাচনে গ্রিন সিগন্যাল

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গড়ে ওঠা সমন্বিত নিরাপত্তা ধারা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা বা ‘গ্রিন সিগন্যাল’।

বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী দানবীর রণদাপ্রসাদ সাহা পূজা মণ্ডপ এবং গাজীপুরের কালিয়াকৈরের শ্রী শ্রী সার্বজনীন গৌর হরি মন্দির পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মহাপরিচালক পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, “পূজা মণ্ডপগুলোর নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরাই মণ্ডপের প্রাথমিক প্রতিরোধশক্তি। পরিস্থিতি জটিল হলে অন্যান্য বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক তথ্য বিনিময়ের মাধ্যমে যৌথভাবে মোকাবিলা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করছেন, একই ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনেও ইতিবাচক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে। পূজাকে ঘিরে যে সমন্বিত ধারা তৈরি হয়েছে, তা নির্বাচনের জন্যও আশাব্যঞ্জক।”

গাজীপুরের কালিয়াকৈরের পূজা মণ্ডপে উপস্থিত জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মহাপরিচালক আরও বলেন, জনগণের ঐক্য, প্রশাসনের সমন্বয় এবং বিভিন্ন বাহিনীর সতর্ক দায়িত্বপালনের কারণেই সব ধরনের গুজব ও ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।

মহাপরিচালকের এ সফরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত প্রচেষ্টার প্রতি নতুন আস্থা তৈরি হয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং আনসার-ভিডিপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102